ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী বাসের সঙ্গে সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন মোটরসাইকেল আরোহী।
নিহতরা হলেন শরিয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা ও একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী।
রোববার দুপুর সাড়ে ১২টায় লৌহজংয়ের খানবাড়ি এলাকার পদ্মাসেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটেছে
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে দুইটি মোটরসাইকেলে চারজন আরোহী শরিয়তপুর যাচ্ছিল। এরপর পথিমধ্যে এক্সপ্রেসওয়েতে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে
ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের ২ আরোহী। এছাড়া আহত হন অপর মোটরসাইকেলের আরো ২ আরোহী।