পুকুরে ভাসছিল একটি লাল স্যুটকেস, সেই স্যুটকেস খুলতেই মিলল তরুণীর মরদেহ। ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারের নবীনগরে।
রোববার সকাল ১০টায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই শেখ নাছির উদ্দিন বলেন, সকালে ওই পুকুরে স্যুটকেস ভাসতে দেখে জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ কল করে স্থানীয় লোকজন। খবর পেয়ে স্যুটকেসভর্তি মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। দুপুরের পর
ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ স্যুটকেসবন্দি করে রাতে কোনো এক সময় পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা।
এসআই শেখ নাছির বলেন, লাল রঙের স্যুটকেসে মরদেহটি ভাঁজ করে রাখা ছিল। তার বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল। চুলে রঙ করা ছিল।\\\\